বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
সংবিধান সংস্কার কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি। পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, উপ-প্রধানমন্ত্রী, উপ-রাষ্ট্রপতি, সংসদে উচ্চকক্ষ ও গণভোটের বিধান রাখাসহ সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী প্রস্তাব দিয়েছে বিএনপি।
সংবিধান সংস্কারের বিষয়ে গঠিত সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের হাতে আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে নিজেদের লিখিত প্রস্তাব জমা দেয় বিএনপি।
মঙ্গলবার সকালেই এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সংসদ ভবনে যান। তারা সংবিধান সংস্কার কমিশন প্রধান ড. আলী রিয়াজের নেতৃত্বাধীন কমিটির সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিএনপির নিজস্ব প্রস্তাবনা জমা দেন।
সেন্ট গ্রেগরি হাইস্কুল অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা, প্রথম শ্রেণিতে ভর্তির লটারি স্থগিতসেন্ট গ্রেগরি হাইস্কুল অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা, প্রথম শ্রেণিতে ভর্তির লটারি স্থগিত
প্রস্তাবনা জমা দেওয়া শেষে সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘সংস্কার প্রস্তাবে ব্যালান্স অব পাওয়ারের কথা বলা হয়েছে। সংস্কার কমিটি সুপারিশ চূড়ান্ত করে সরকারকে দেবে। তারপর নির্বাচিত সরকার এসে এসব সংশোধন করবে।‘
অপরদিকে, আলী রিয়াজ বলেন, সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে আগামী সপ্তাহে সারাদেশে জরিপ করা হবে। গ্রাম থেকে শহর, তরুণ থেকে বৃদ্ধ সকলের মতামত নেয়া হবে।
উল্লেখ্য, আলী রীয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন লিখিতভাবে সংবিধান সংস্কারের প্রস্তাব পাঠাতে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করে। এই কমিশন ইতোমধ্যে বিশিষ্ট নাগরিকসহ অন্যান্য অংশীজনের সঙ্গে মতবিনিময় শুরু করেছে।
ভয়েস/আআ