শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
মহেশখালীতে বাজার দর স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে,নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা। তিনি মহেশখালীতে আসার পর থেকে বিভিন্ন বাজারের অভিযান চলমান রেখেছেন।
২৭ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় মহেশখালীর মাতারবাড়ি পুরারতন বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।এসময় মুদি,তরকারী ও ঔষুধের দোকান’সহ ৫ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় ০৫ (পাঁচ) টি মামলার মাধ্যমে মোট ১৪,০০০/- (চৌদ্দ হাজার) টাকা জরিমানা করা হয়। একই সাথে মাতারবাড়ি ভূমি অফিসের জায়গা দখল করে গড়ে তোলা পাঁচটি দোকান উচ্ছেদ করা হয়েছে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা সংবাদকর্মীদের বলেন, বাজার দর সকল মানুষের ক্রয় সামীর মধ্য রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। নানা অসঙ্গতির কারণে পাঁচ দোকানদারকে জরিমানা করা হয়। এছাড়াও ব্যবসায়ীদের মুল্য তালিকা অনুযায়ী মালামাল বিক্রির প্রতি সতর্ক করা হয়েছে।সরকারী জায়গা অবৈধভাবে দখলকারীদেরকে হুঁশিয়ারি প্রদান করা হয়েছে।সরকারী জায়গায় অবৈধভাবে দখল করার দায়ে পাঁচটি দোকান উচ্ছেদ করা হয়েছে।
তিনি আরো বলেন,মহেশখালীর সকল বাজার পর্যায়ক্রমে এভাবে মনিটরিং করাসহ আমার এ অভিযান অব্যাহত থাকবে।
ভয়েস/জেইউ।