শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

দীর্ঘ ১ মাস বন্ধ থাকার পর উৎপাদনে ফিরছে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র

মাতারবাড়ি বিদু্্যৎ প্রকল্প, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

মহেশখালী উপজেলার মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে কয়লা সংকটে দীর্ঘ ১ মাস বন্ধ থাকার পর ৩১ দিনের মাথায় ৬৯ হাজার ৬০০ মেট্রিক টন কয়লা নিয়ে নিজস্ব জেটিতে ভিড়ল জাহাজ। এতে প্রকল্পটির বিদ্যুৎ উৎপাদনে আশার সঞ্চার হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র-সংলগ্ন সাগরের নিজস্ব জেটিতে ভিড়ল পানামার পতকাবাহী জাহাজ DECLAN DUFF ।

জানা গেছে, জাহাজের সমস্ত কয়লা নামাতে কয়েকদিন সময় লাগতে পারে। বিদ্যুৎকেন্দ্র থেকে রাত সাড়ে ৯টার সময় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের এমডি নাজমুল হক জানান, মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার ৩১ দিন পর্যন্ত আমরা কেন্দ্রের বিভিন্ন ইউনিট মেইন্টেনেন্স শেষ করে এত অল্পসময়ে ইন্দোনেশিয়া থেকে কয়লা আনতে সক্ষম হয়েছি। কয়েকদিনের মধ্যে আমরা বিদ্যুৎ উৎপাদনে যাব।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION