শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
মহান বিজয় দিবস ২৪ এ কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসন।
সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৪ পালনের অংশ হিসেবে জেলা প্রশাসন, কক্সবাজার-এর উদ্যোগে জেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ছাত্র প্রতিনিধিবৃন্দ,বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সকল শ্রেণী-পেশার মানুষকে সাথে নিয়ে কক্সবাজার কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন কক্সবাজার জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালাহ্উদ্দিন ।
এসময় তিনি বলেন, আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। এটি বাঙালি জাতির হাজার বছরের শৌর্য-বীর্য ও আত্মত্যাগের এক অনন্য গৌরবময় দিন।
এছাড়াও হিলডাউন সার্কিট হাউসে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ, সংবর্ধনা, আপ্যায়ন, আড়ম্বরপূর্ণ বিজয়মেলা (চারু,কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের প্রদর্শনী), দেয়ালিকা প্রদর্শনী, উন্মুক্তস্থানে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন, সার্ফিং ও জেট-স্কী প্রর্দশনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানাবিধ আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজার জেলায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস-২০২৪।
ভয়েস/জেইউ।