বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

জাতীয় নির্বাচনের ‘রোডম্যাপ’ আগামী সপ্তাহে প্রকাশ করবে ইসি

ভয়েস নিউজ ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আগামী সপ্তাহে রোডম্যাপ প্রকাশের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৪ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, রোডম্যাপে নির্বাচনি কার্যক্রমের সময়ভিত্তিক বাস্তবায়নসূচি থাকবে। এর মধ্যে ভোটার তালিকা হালনাগাদ, সীমানা নির্ধারণ, দল নিবন্ধন, নির্বাচনী আইন সংস্কার, সরঞ্জাম কেনাকাটা, দল ও অংশীজনের সঙ্গে সংলাপ, প্রশিক্ষণ, মুদ্রণ, আইন-শৃঙ্খলা সভা এবং নির্বাচনী কর্মকর্তাদের প্রস্তুতি সংক্রান্ত কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে।

ইসি সচিব জানান, নিবন্ধন প্রত্যাশী ২২টি দলের তথ্য মাঠ পর্যায়ে যাচাই করা হবে। প্রবাসীদের ভোটদান নিয়েও আলোচনা চলছে, যা চূড়ান্ত হলে সময় জানানো হবে। আগামী সপ্তাহে গণমাধ্যমের সঙ্গে সংলাপের পরিকল্পনাও রয়েছে।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে জানিয়েছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে, রমজানের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসির পরিকল্পনা অনুযায়ী, ডিসেম্বরের প্রথমার্ধে ভোটের আগে ৫০-৬০ দিন হাতে রেখে তফসিল ঘোষণা করা হবে।

নবম সংসদ নির্বাচন (২০০৭-০৮) থেকে রোডম্যাপ প্রকাশের রেওয়াজ চালু হয় এবং সর্বশেষ ২০২২ সালের সেপ্টেম্বরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দেড় বছর আগে তৎকালীন ইসি রোডম্যাপ দেয়। বর্তমান ইসিও সেই ধারাবাহিকতা বজায় রাখছে।

নতুন সময়সূচি অনুযায়ী কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে আগামী ১৮ আগস্ট বৈঠক হবে। অনুমোদনের পর রোডম্যাপ পুস্তিকা আকারে প্রকাশ করা হবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION