সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৬:২৬ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক, উখিয়া:
উখিয়ায় বসতবাড়ি জবরদখলের চেষ্টা, নারীকে পিটিয়ে গুরুতর জখম, শ্লীলতাহানি ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে একই এলাকার আলমগীর ও ছৈয়দ কাশেম গং এর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ইয়াছমিন আক্তার বাদী হয়ে উখিয়া থানায় একটি এজাহার দায়ের করেছেন।
সোমবার (১০ নভেম্বর) বিকেল ৪টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর সোনারপাড়া ঘাটঘর এলাকায় এ ঘটনা ঘটে।
এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভুগী ইয়াছমিন আক্তারের স্বামী নুরুল কাদের ওই এলাকায় একটি চা দোকান ও মুদি দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। অভিযুক্ত আলমগীর, ছৈয়দ কাশেম ও তার সাঙ্গপাঙ্গরা এলাকায় চিহ্নিত ভূমিদস্যু ও সন্ত্রাসী চক্র হিসেবে পরিচিত এবং তারা মানবপাচার, জমি জবরদখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।
ভুক্তভোগী আহত ইয়াছমিন আক্তার জানান, কিছুদিন ধরে বিবাদীরা তার বসতভিটার জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছিল। এ সময় তারা পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেয়। সোমবার বিকেলে বিবাদীরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে তার বাড়িতে প্রবেশ করে দোকান ও ঘরবাড়ি ভাঙচুর করে প্রায় দুই লাখ টাকার ক্ষতি করে। নিষেধ করতে গেলে তারা তাকে ও তার স্বামীকে পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় মোহাম্মদ আলমগীর নামে এক ইয়াছমিনকে ধারালো দা দিয়ে ইয়াছমিনের মাথায় কোপ মারতে গেলে তিনি আত্মরক্ষার্থে হাত তুলে বাধা দেন, এতে তার ডান হাতের আঙুল কেটে যায় এবং আঙুলের একটি অংশ ঝুলে পড়ে।
অভিযুক্ত মুফিজ তার চুল টেনে মারধর করে ও কাপড় ছিঁড়ে শ্লীলতাহানির চেষ্টা চালায় বলে অভিযোগে উল্লেখ আছে। অন্য আসামিরা লাঠি ও কাঠের বাটন দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এছাড়া মোহাম্মদ হাসান প্রকাশ ছুনা মিয়া তার কানের দুল (মূল্য ৯০ হাজার টাকা) ছিনিয়ে নেয়।
ভুক্তভোগী আহত ইয়াছমিন আক্তারের স্বামী নুরুল কাদের স্ত্রীকে রক্ষার চেষ্টা করলে তাকেও মারধর করে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ইয়াছমিনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় আহতদের চিকিৎসা শেষে থানায় এজাহার দায়ের করেন ইয়াছমিন আক্তার।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জিয়াউল হক সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, উক্ত ঘটনায় একটি এজাহার জমা দিয়েছে ভুক্তভোগিরা। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
ভয়েস/আআ