বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
কক্সবাজার জেলার মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে চাঞ্চল্যকর একাধিক হত্যা মামলা ও অস্ত্র মামলার এজাহারনামীয় পলাতক আসামী আনসার উল্লাহ (২৩) কে গ্রেফতার করা হয়েছে। আনসার উলাহ কালারমারছড়া ইউনিয়নের মো ইসমাইলের পুত্র। ও-ই সময় তার সহযোগী কক্সবাজার সমিতি পাড়ার বাসিন্দা আবুল হোসেনের পুত্র দেলোয়ার হোসেন (২৬), কে আটক করে।
২৯ আগস্ট কক্সবাজারের গুমগাছতলা এলাকা হতে তাদের গ্রেফতার করতে সক্ষম হন মহেশখালী থানার চৌকস পুলিশ।
মহেশখালী থানার ওসি তদন্ত প্রতুল কুমার শীল আজ এক সংবাদ সম্মেলনে বলেন, গ্রেফতারকৃত আসামী আনসার উল্লাহ (২৩) জিজ্ঞাসাবাদে সে প্রাথমিকভাবে জানায় হত্যাকান্ডসহ বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকান্ডের সহিত জড়িত আছে এবং তার কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে বলে স্বীকার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী আনসার উল্লাহ (২৩) এবং তাহার সঙ্গীয় দেলোয়ার হোসেন (২৬) কে নিয়ে কালারমারছড়া ইউপি এলাকায় অভিযান পরিচালনা করে মহেশখালী থানাধীন কালারমারছড়া ইউপিস্থ পূর্ব আধারঘোনা সাকিনস্থ জনৈকা সালমা খাতুন এর বসত বাড়ীর ভাড়াটিয়া আসামী আনসার উল্লাহ (২৩) এর ভাড়া বসত ঘরের ভিতর বক্স খাটের নিচ থেকে আসামীদ্বয়ের দেখানো মতে ১ (এক) টি দেশীয় তৈরী সচল একনালা বন্দুক, ১ (এক) টি এলজি এবং ৩। ০২ (দুই) টি কাতুর্জ উদ্ধার করতে সক্ষম হয়।
সংশ্লিষ্ট ধারায় যথাযথ আইনী প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে উল্লেখ করেন।
ভয়েস/জেইউ।