রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন
খেলাধুলা ডেস্ক:
মাঠে নামলেই গোলের দেখা পাচ্ছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। দুর্দান্ত ছন্দে থাকা কেইন করলেন হ্যাটট্রিক। বুন্দেসলিগায় শনিবার রাতে বায়ার্ন মিউনিখ ৪-১ গোলে হারিয়েছে হফেনহেইমকে। চলতি মৌসুমে এনিয়ে দ্বিতীয়বার হ্যাটট্রিকের স্বাদ পেলেন কেইন। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ তিন ম্যাচে ৭ গোল করলেন কেইন। আর চলতি মৌসুমে ৬ ম্যাচে তার গোল হলো ১০টি।
৩২ বছর বয়সী ইংলিশ তারকা এবার লিগে দলের প্রথম ম্যাচে লাইপজিগের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন। ২০২৩ সালে বায়ার্নে যোগ দেওয়ার পর থেকে, এই সময়েই দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে দশম হ্যাটট্রিক করলেন কেইন। ক্যারিয়ারে এটি তার ২৮তম হ্যাটট্রিক।
ম্যাচ শেষে কেইন বলেন, ‘হ্যাটট্রিক হ্যারি এই নামেই তারা (বন্ধুরা) আমাকে ডাকতো স্কুলে। বলতে গেলে সেটিই আমার মাথায় ঘুরে। বল বক্সে পেলেই সেটা হোক পেনাল্টি বা এমনি আমার লক্ষ্য থাকে গোল করা।’ বায়ার্নের হয়ে ১০৩ ম্যাচে ৯৮ গোল হলো কেইনের।
লিগে আগের ম্যাচেও জোড়া গোল করা কেইন। শনিবার প্রথম গোলটি করেন ৪৪ মিনিটে। পরের দুটি গোল করেন তিনি পেনাল্টি থেকে, ৪৮ ও ৭৭ মিনিটে। বায়ার্নের অপর গোলটি করেন নাব্রি। আর হফেনহেইমের হয়ে এক গোল শোধ দেন ভালদিমির।
লিগে শতভাগ জয়ে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ।
ভয়েস/আআ