বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
রামুর রাবার বাগানে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় যুবকের পরিচয় মিলেছে। নিহতের নাম রাজু শর্মা (২৪)। তিনি কাউয়ারখোপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড হিন্দুপাড়া এলাকার মৃত রণজিৎ শর্মার ছেলে।
পরিবারের দাবি, রাজুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। টাকার লেনদেনকে কেন্দ্র করে প্রতিবেশীরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তাদের অভিযোগ।
নিহতের বড় ভাই ছোটন শর্মা জানান, রাজু গত রবিবার থেকে নিখোঁজ ছিলেন। “প্রতিবেশী রিটন ও তার মা আমাদের জানায়, রাজুকে তারা ৫২ হাজার টাকা দিয়েছে। কিন্তু আমরা আগে বিষয়টি জানতাম না। আজ সকালে তার মরদেহ উদ্ধার হওয়ার পর নিশ্চিত হই রাজুকে হত্যা করা হয়েছে।”
রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ বলেন, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
“ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। যদি হত্যাকাণ্ড প্রমাণিত হয়, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
প্রসঙ্গত, রাজু পেশায় একজন নাপিত ছিলেন। তিনি কাউয়ারখোপ স্টেশনের একটি সেলুনে কাজ করতেন। বুধবার সকালে ফায়ার সার্ভিস সংলগ্ন রাবার বাগান থেকে তার গলায় দড়ি পেচিয়ে গাছের সাথে বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ।
ভয়েস/জেইউ।