সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ১১:৪০ অপরাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) ওপর কোনো ‘রাজনৈতিক চাপ’ না থাকায় অবাধ, নিরপেক্ষ নির্বাচন করতে কোনো বাধা নেই। সোমবার (৬ অক্টোবর) নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত সংলাপে অংশ নিয়ে বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা যে আশঙ্কার কথা প্রকাশ করছি, যে নির্বাচন হবে কী হবে না, সেটা আসলে রাজনৈতিক বিষয়। রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করে নির্বাচন কীভাবে হবে। রাজনৈতিক ক্ষমতাই ইসির ক্ষমতাকে নির্ধারণ করে। গত তিন টার্মে সেটাই হয়েছে। যে কারণে সুষ্ঠু নির্বাচন হয়নি বা করতে পারেনি।
তিনি আরও বলেন, এ সরকারের বা নির্বাচন কমিশনের সুযোগটা রয়েছে, যে তার ওপর কোনো অর্পিত দায়িত্ব নেই। যে সরকার ক্ষমতায় রয়েছে, তাদের আগামী নির্বাচন করার ইচ্ছা নেই বা ক্ষমতায় আসার ইচ্ছা নেই। তাই অবাধ, নিরপেক্ষ নির্বাচন করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের কোনো বাধা নেই। এখন যারা নির্বাচনে অংশীজন, তারা কীভাবে অংশ নেবে তার ওপর আগামী নির্বাচন নির্ভর করবে।
তৌহিদুল ইসলাম মিন্টু বলেন, বিশাল একটা জনগোষ্ঠী, যারা ফ্যাসিস্টের সমর্থক, তারা আসলে বিশাল আছে কিনা সে প্রশ্ন রয়েছে। কেননা, গত ১৬ বছরে নিষ্পেষণ, গুম, খুন, হত্যা দেখতে দেখতে মানুষের সেই সমর্থন নেই। ২০০৮ সালের যেটা ৪৬ শতাংশ ছিল সমর্থন, সেটা ৫ শতাংশে নেমে এসেছে কিনা সেটা দেখতে হবে। সেটা প্রমাণ হবে ভোটের মাধ্যমে।
ভোটার তালিকার বিষয়ে তিনি বলেন, বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদের সময় অনেকে বাড়ি যায়নি। আমার বাড়িই যায়নি। তাহলে কত ভোটার বাকি রয়েছে সেই প্রশ্ন আমার রয়েছে। যারা লিস্ট করেছেন তারা কারা ছিলেন? তারা কী শুধু টাকা নিয়েছেন, আর বাড়ি বাড়ি গেছেন কিনা সেই প্রশ্ন রয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে ও ইসির ভারপ্রাপ্ত সচিব কেএম আলী নেওয়াজের সঞ্চালনায় সভায় চার নির্বাচন কমিশনার, ইসির কর্মকর্তা ও গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নেন।
ভয়েস/আআ