বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারের রামুতে ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর ফেসবুকে একটি ছবিকে কেন্দ্র করে ঘটেছিল রামু হামলা। ফেসবুকে ধর্মগ্রন্থ অবমাননার অভিযোগে অভিযুক্ত সেই আলোচিত উত্তম বড়ুয়ার খোঁজ মিলেছে অবশেষে। ফ্রান্সের একটি বিমান বন্দরের লাউঞ্জে উত্তম বড়ুয়া, তাঁর স্ত্রী রীতা বড়ুয়া এবং একমাত্র সন্তান আদিত্যের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন এ কে এম আতিকুজ্জামান নামের এক গণমাধ্যমকর্মী।
তিনি তার ওয়ালে এ নিয়ে লিখেছেন,তার কিছু অংশ তুলে ধরা হলো।
“উত্তম হারিয়ে গিয়েছিল।
১৩ বছর ১৩ দিন পর অবশেষে তাঁর খোঁজ পেল পৃথিবী।
১৩ বছর ১৩ দিন নিতান্ত কম সময় নয়। যৌবনের শুরু থেকে শুরু বলে এই সময় পুরো এক যৌবন — দীর্ঘের চেয়েও দীর্ঘ এক কাল।
ঘরে অভাবী মা-বাবার সংকট ক্রমে ক্রমে বেড়েছে।
উত্তমের স্ত্রী রিতার কোলে তখন তিন বছরের বাচ্চা। সমাজের, পরিবারের, আত্মীয়স্বজনের হাজারো লাঞ্ছনা-গঞ্জনা মুখ বুঁজে সহ্য করে কোনরকমে খেয়ে পরে একা একটি মা শিশু সন্তানকে নিয়ে যুদ্ধ করে গেছে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত। সে যুদ্ধে বিজয়ীও হয়েছে বলা যায় — আদিত্য জিপিএ ৫ নিয়ে এসএসসি পাস করেছে এবার। ১৩ বছর ১৩ দিন ধরে স্ত্রী-পুত্রের স্পর্শ, আদর, ভালবাসা থেকে বঞ্চিত ছিল উত্তম। রিতা-আদিত্যেরও বিন্দুমাত্র অপরাধ ছিল না, তবুও স্বামীর সোহাগ, পিতার স্নেহ তাদের ভাগ্যে জোটেনি, যখন সেসবের ছিল সবচেয়ে বেশি প্রয়োজন।
বহু কাঠখড় পুড়িয়ে ওরা এখন একসাথে।”
রামু হামলার পর থেকে উত্তম পলাতক ছিলো। ১৩ বছর পর তার সন্ধান পাওয়া গেলো সাংবাদিক আতিকুজ্জামানের দেয়া ফেসবুক পোস্ট থেকে।
ভয়েস/জেইউ।