শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে কক্সবাজার জেলার শীর্ষে রয়েছে রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির ১৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৩.৭৫ শতাংশ।
দ্বিতীয় স্থানে রয়েছে কক্সবাজার সরকারি কলেজ। এখানে পরীক্ষায় অংশ নেয় ১,২২২ জন শিক্ষার্থী, এর মধ্যে পাস করেছে ১,০০০ জন। পাসের হার ৮২.৯৯ শতাংশ। পাশাপাশি এই কলেজ থেকেই জেলার সর্বাধিক ১৬১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
তৃতীয় স্থানে রয়েছে মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজ (পাসের হার ৮২.৮৮ শতাংশ) এবং এর পরেই কুতুবদিয়া সরকারি কলেজ (৮২.৪৮ শতাংশ)।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয় থেকে ফলাফল প্রকাশের পর বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।
অন্যদিকে, কক্সবাজার সরকারি মহিলা কলেজে ৯৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭৩৯ জন। পাসের হার ৭৬.৫৮ শতাংশ, এবং ১২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
তালিকা অনুযায়ী, জেলার সবচেয়ে কম ফলাফল করেছে ঈদগাহ রশিদ আহমদ কলেজ। প্রতিষ্ঠানটির পাসের হার মাত্র ১৭.৮৭ শতাংশ। এর পর রয়েছে কক্সবাজার কমার্স কলেজ (১৯.৮২ শতাংশ), উখিয়া কলেজ (২০.৪০ শতাংশ), ও চকরিয়া সিটি কলেজ (২১.১৪ শতাংশ)।
জেলার আরও কয়েকটি প্রতিষ্ঠানের ফলাফল হলো- শহিদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ ৬২.২০ শতাংশ, চকরিয়া সরকারি কলেজ ৩০.৭৩ শতাংশ, টেকনাফ সরকারি কলেজ ৩৩.৯০ শতাংশ, সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজ ৪০.৭১ শতাংশ, রামু সরকারি কলেজ ৪১.৬৭ শতাংশ।
জেলার সার্বিক চিত্রে দেখা যাচ্ছে, কিছু সরকারি কলেজ ভালো ফল করলেও বেশিরভাগ বেসরকারি কলেজে পাশের হার অর্ধেকের নিচে।
শিক্ষাবিদদের মতে, শিক্ষক সংকট, মানসম্মত পাঠদানের অভাব ও প্রস্তুতির ঘাটতি এই নিম্নমানের ফলাফলের প্রধান কারণ।
ভয়েস/জেইউ।