রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার শহরের লাইট হাউজ এলাকায় রং মিস্ত্রির কাজকে কেন্দ্র করে ফুফাতো ভাইয়ের হাতে মামাতো ভাই নিহত হয়েছেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের ১২ নম্বর ওয়ার্ডের লাইট হাউজ পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম সরওয়ার (২৪)। তিনি সাবেক বিজিবি সদস্য আবু কামালের একমাত্র ছেলে। অভিযুক্ত রায়হান (২৪) একই এলাকার আতিকুর রহমানের ছেলে। তারা দুজনই পেশায় রং মিস্ত্রি এবং একসঙ্গে কাজ করতেন।
ওসি ইলিয়াস খান বলেন, “রং মিস্ত্রির কাজ নিয়ে দুই চাচাতো ভাইয়ের মধ্যে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নিহতের চাচা আবু কায়েম বলেন, শনিবার দুপুরে রংয়ের কাজ নিয়ে সরওয়ার ও রায়হানের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে রায়হান ক্ষিপ্ত হয়ে কাঁচের টুকরো দিয়ে সরওয়ারের বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সরওয়ারকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, “আমার ভাইয়ের একমাত্র সন্তানকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”
নিহত সরওয়ারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে আনা হয়েছে জানিয়ে ওসি বলেন, “অভিযুক্ত রায়হানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
ভয়েস/জেইউ।