রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফে মিয়ানমার সীমান্তে বিশেষ অভিযানে ৯৪ হাজার ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি। শনিবার টেকনাফের কেরুনতরী সংলগ্ন নাফ নদীর মাঝসীমা ও জালিয়ারদ্বীপ ঘিরে টানা ১৬ ঘণ্টা এ অভিযান চালানো হয়।
টেকনাফ ব্যাটালিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিজিবি ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। এ সময় মেজর শাহাদাত হোসেন শুভ, লেফটেন্যান্ট কমান্ডার সাদিক রাফি উপস্থিত ছিলেন।
লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, ‘গত ২১ নভেম্বর ভোরে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারিতে মিয়ানমার দিক থেকে নাফ নদ পেরিয়ে আসা দুই পাচারকারীকে শনাক্ত করা হয়। নৌ-পেট্রোল টিম দ্রুত অভিযানে গিয়ে জালিয়ারদ্বীপ সংলগ্ন নাফ নদ থেকে ৪৪ হাজার ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক ইব্রাহিমকে আটক করে। তবে আরেকজন কেওড়া জঙ্গলে পালিয়ে গেলে দ্বীপজুড়ে ফের চিরুনি অভিযান শুরু হয়।
‘দীর্ঘ তল্লাশির পর একই দিন বেলা ও সন্ধ্যায় আরও দুই পাচারকারী মিয়ানমারের নাগরিক জুনায়েদ এবং টেকনাফের আব্দুর রাজ্জাককে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কেওড়া বাগানের গর্তে লুকিয়ে রাখা আরও ৫০ হাজার ইয়াবা উদ্ধার করে বিজিবি। এ ছাড়া মেরিন ড্রাইভের হাবিরছড়ায় মোটরসাইকেলে লুকানো ১২০টি ইয়াবাসহ আরিফ নামে আরও একজনকে আটক করে বিজিবি।’
ভয়েস/আআ