বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
পানিতে ডুবে মৃত্যু , ফাইল ছবি ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফ উপজেলার জালিয়া পাড়ায় পুকুরে পড়ে তাফরিয়া আক্তার (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত তাফরিয়া জালিয়া পাড়ার বাসিন্দা সৈয়দ আমিনের মেয়ে।
শনিবার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরিবারসূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল তাফরিয়া। এক পর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরের দিকে গিয়ে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুকে না দেখে পরিবার খোঁজাখুঁজি শুরু করে। পরে তাফরিয়ার বাবা পুকুরে নেমে তাকে উদ্ধার করেন।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পরিবার ও এলাকাবাসী জানিয়েছেন, দুর্ঘটনার সময় পুকুরে কেউ ছিল না। স্থানীয়রা প্রায়ই ওই পুকুরে গোসল ও কাপড় পরিষ্কার করেন।
নিহত শিশুর বাবা বলেন, আমার মেয়ের মৃত্যু সম্পূর্ণ দুর্ঘটনা। তখন সেখানে কেউ ছিল না। আল্লাহর ইচ্ছাতেই হয়েছে। এ ঘটনায় কোনো আইনগত ব্যবস্থা নেব না।
টেকনাফ থানার এসআই নাজমুল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেছে। এটি একটি দুঃখজনক দুর্ঘটনা, শিশুটি পানিতে পড়ে মারা গেছে বলে পরিবার জানিয়েছে।
ভয়েস/জেইউ।