শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সাংবাদিক রুবেলের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন বৃহস্পতিবার

প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্য ও সময় টিভির প্রতিনিধি সুজাউদ্দিন রুবেল হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ঘোষনা করেছে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ কর্মসূচি পালিত হবে।

সোমবার রাতে অনলাইন প্লাটফরমে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত জরুরী সভা থেকে এ কর্মসূচী ঘোষনা করা হয়।

এর আগে অপরাধীদের ধরতে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার প্রতি অনুরোধ জানিয়ে ২৪ ঘন্টা আল্টিমেটাম দিয়েছিলেন সংগঠনটির নেতৃবৃন্দ। নির্ধারিত সেই সময় পার হয়ে গেলেও এখনো হামলাকারীরা সনাক্ত বা গ্রেফতার না হওয়ায় উদ্বীগ্ন হয়ে পড়েছেন কক্সবাজারের সাংবাদিক সমাজ। সভায় ক্ষোভ প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, সুজাউদ্দিন রুবেলকে হত্যার উদ্দেশ্যে একটি পরিকল্পিত হামলা এটি।

এছাড়াও বর্বরোচিত এই হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় না আনা হলে আগামীতে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন তথা কেন্দ্রীয় কমিটির নেতাদের সাথে কথা বলে প্রয়োজনে দেশব্যাপী বৃহত্তর কর্মসুচী ঘোষনা দেয়া হতে পারে বলে হুশিয়ারী উচ্চারণ করেন সিবিইউজে নেতারা। সভায় বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য আয়াছুর রহমান, মোহাম্মদ মুজিবুল ইসলাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্য মোহাম্মদ নজিবুল ইসলাম, দীপক শর্মা দীপু, সাংগঠণিক সম্পাদক ফরহাদ ইকবাল, কোষাধ্যক্ষ মোহাম্মদ জুনাইদ, প্রচার ও দপ্তর সম্পাদক নুপা আলম, সদস্য শংকর বড়ুয়া রুমি, আহসান সুমন, চঞ্চল দাশ গুপ্ত, তৌফিকুল ইসলাম লিপু, সুজাউদ্দিন রুবেল প্রমুখ বক্তব্য রাখেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION