মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন
চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন ঈদগাঁ কাঁচাবাজার রাস্তার মাথা এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নুরনবী (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরনবী গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর এলাকার মৃত আবুল কাদেরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি কাভার্ড ভ্যান টেনে নিয়ে যাচ্ছিল নষ্ট আরেকটি কাভার্ড ভ্যান। ভ্যান দুটি দ্রæত গতিতে যাওয়ার সময় রাতের বেলা সিটি করপোরেশনের রাস্তা মেরামতের কাজ করা নুরনবী নষ্ট কাভার্ড ভ্যানটির সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত ওই শ্রমিককে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভয়েস/জেইউ।