মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন
চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রামের সাতকানিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রী নুসরাত শারমিন রিনি (৩০) কে কুপিয়ে গুরুতর আহত করেছেন স্বামী।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার ঢেমশা মাইজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। কিন্তু এ ঘটনা কিছুক্ষন পর ওই দিন দিবাগত রাতে মারা যান স্ত্রী রিনি। স্বামী ফোন করে এ খবর স্বজনদের জানানোর চেষ্টা করেন। পরে পুলিশের জরুরি সেবা ৯৯৯-এ কল করে জানিয়েছেন এ ঘটনা।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে হাসপাতালে পাঠায়। কিন্তু বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে মারা যান ওই নারী। এরপর পুলিশ ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে। তার স্বামী নাম আব্দুর রহিম (৩০) সে সাতকানিয়ার উত্তর ঢেমশা এলাকার রঞ্জু মিয়ার ছেলে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করেছিলেন স্বামী আব্দুর রহিম। তিনি নিজেই ফোন করে তার স্বজনদের জানানোর চেষ্টা করেন। পরে পুলিশের জরুরি সেবা ৯৯৯-এ কল করে জানান এ ঘটনা। পুলিশ ভিকটিম নুসরাত শারমিন রিনিকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে মারা যান তিনি। ওসি বলেন, ঘাতক আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ভয়েস/জেইউ।