রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

অ্যাটর্নি জেনারেল  নিয়োগ পেলেন এ এম আমিন উদ্দিন

 এ এম আমিন উদ্দিন

ভয়েস নিউজ ডেস্ক:

নতুন অ্যাটর্নি জেনারেল হলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এ এম আমিন উদ্দিন।

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ তাকে বৃহস্প‌তিবার (০৮ অক্টোবর) বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিম এ তথ‌্য নি‌শ্চিত করেছেন।

তি‌নি বলেন, রাষ্ট্রপতি আজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এ এম আমিন উদ্দিন-কে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন।

গত ২৭ সেপ্টেম্বর সাবেক অ‌্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে এ পদে শূন্যতা সৃষ্টি হয়। পরবর্তী অ্যাটর্নি জেনারেল কে হচ্ছেন তা নিয়ে তৈরি হয় গুঞ্জন। এ এম আমিন উদ্দিনের নিয়োগের মাধ্যমে সে গুঞ্জনের সমাপ্তি হলো। সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION