রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
ধর্ষণের ঘটনায় সালিশকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে। সোমবার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে রিট আবেদনটি করেন আইনজীবী শাহিনুজ্জামান।
১৮০ দিনের মধ্যে ধর্ষণের মামলা নিষ্পত্তি, টানা বিচার চলার বিধান ও আদেশ কার্যকর করার নির্দেশনাও চাওয়া হয়েছে রিট আবেদনে।
বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের বেঞ্চের অনুমতি নিয়ে এ রিট আবেদনটি করা হয়েছে বলে জানিয়েছেন রিটকারী পক্ষের আইনজীবী ইয়াদিয়া জামান।
তিনি বলেন, গত ৫ থেকে ১০ বছরে দেশে থানায় ধর্ষণসহ যৌন নির্যাতনের মামলা হয়েছে; কতগুলো মামলা বিচারের জন্য পাঠানো হয়েছে সেসব তথ্য জানানোর নির্দেশনাও চাওয়া হয়েছে।
“নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০(৬) ধারা অনুযায়ী ধর্ষণ মামলার বিচার রুদ্ধদ্বার কক্ষে হতে পারে, তা বিচার শুরুর আগেই প্রত্যেক ভিকটিমকে জানানোর নির্দেশনা চাওয়াও হয়েছে।”
আইন, স্বরাষ্ট্র, সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশ মহাপরিদর্শক, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে রিটে বিবাদি করা হয়েছে বলে জানান এ আইনজীবী।
১৩ অক্টোবর আইনজীবী ইয়াদিয়া জামান ধর্ষণের মামলায় আইন ও হাই কোর্টের নির্দেশনার বাস্তবায়ন চেয়ে বিবাদিদের কাছে আইনি নোটিস দেন।
কিন্তু তাদের কাছ থেকে কোনো সাড়া না পাওয়ায় রিট আবেদন করা হয়েছে। সূত্র:বিডিনিউজ।
ভয়েস/জেইউ।