শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার সহ সারাদেশে বজ্র ও ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার ভারি বৃষ্টি হয়েছে কক্সবাজার জেলায়। ভোর ৬টার থেকে বিকাল ৩টা পর্যন্ত ৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছেন কক্সবাজার আবহাওয়া অফিস। সাগরে ৩নং হুশিয়ারী সতর্ক সংকেত থাকায় সাগর উত্তাল রয়েছে।
কক্সবাজার আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ মো: আব্দুর রহমান কক্সবাজার ভয়েসকে জানিয়েছেন, ‘সাগরে লঘুচাপের কারণে সমুদ্র বন্দর সমুহকে ৩ নম্বর হুশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলেছেন আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের কারণে সাগর উত্থাল রয়েছে। কক্সবাজারে ভারি বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৭৪ মিলিমিটার বৃ্ষ্টিপাতা রেকর্ড করা হয়েছে। আগামীকাল শুক্রবারও ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া সারাদেশে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল শুক্রবার পর্যন্ত এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহা্ওয়া অধিদপ্তর।
এ জন্য সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদী বন্দরের মধ্যে কিছু এলাকায় ২ এবং কিছু এলাকায় ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি এখন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে।
বুধবার বিকেল ৬টার পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।
এদিকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। হালাকা বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।
ভয়েস/আআ