সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কর্ণফুলী নদীতে হাইড্রোলিক সমীক্ষা চালাবে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান

ভয়েস নিউজ ডেস্ক:

দেশের লাইফ লাইন খ্যাত কর্ণফুলী নদীর হাইড্রোলিক ও হাইড্রোলজিক্যাল সমীক্ষা পরিচালনার জন্য যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান এইচআর ওয়ালিংফোর্ডের সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।মঙ্গলবার (১৭ নভেম্বর) বন্দর ভবনের বোর্ড রুমে চুক্তি সই অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন, বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদ, বন্দর ও পরামর্শক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত কর্ণফুলীর সমীক্ষার মাধ্যমে যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দর ও দেশের অর্থনীতিতে গঠনমূলক ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।এ ধরনের সমীক্ষায় ওয়ালিংফোর্ডকে বেছে নেওয়অয় তিনি বন্দরের প্রতি ধন্যবাদ জানান।

বন্দর চেয়ারম্যান জানান, ১৯৬১ সালে সর্বশেষ কর্ণফুলী নদীকে ঘিরে এ ধরনের সমীক্ষা হয়েছিল। যার ভিত্তিতে বন্দরের নানা উন্নয়নমূলক ও অবকাঠামো নির্মাণ সংক্রান্ত পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল।

তিনি আশা রেন, নতুন সমীক্ষার সুপারিশমালা ভবিষ্যতের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় কর্ণফুলী নদীকে ঘিরে চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION