শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান বলেছেন-ধর্মীয় চেতনায় উজ্জীবিত হয়ে সকলকে সমাজের জন্য কাজ করে যেতে হবে।
তিনি বলেন-স্বধর্ম পরিপালনের মধ্য দিয়ে একজন সঠিক মানুষ হওয়া যায়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে মেয়র মুজিবুর রহমানকে শ্রীচৈতন্য গীতা শিক্ষা নিকেতনের বর্ষপূর্তি উপলক্ষে সম্মাননা ক্রেস্ট প্রদান করতে গেলে তিনি উপরোক্ত কথা বলেন৷
এসময় উপস্থিত ছিলেন শ্রীচৈতন্য গীতা শিক্ষা নিকেতনের সভাপতি তপন কুমার দত্ত, সহ-সভাপতি সাবেক পৌর কাউন্সিলর উদয় শংকর পাল মিঠু, বলরাম দাশ অনুপম, সুমন দে প্রমুখ। এসময় মেয়র মুজিবুর রহমান শ্রীচৈতন্য গীতা শিক্ষা নিকেতনের পাশে থাকার আশ্বাস দেন।
ভয়েস/আআ