শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৭:২৯ পূর্বাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
রোহিঙ্গাদের দ্বিতীয় দল নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর তিনটি জাহাজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল সোয়া নয়টার দিকে নোয়াখালীর ভাসানচরের পথে রওনা হয়েছে। এতে প্রায় হাজারের মতো যাত্রী রয়েছে। এছাড়া আরও তিনটি জাহাজে রোহিঙ্গাদের তোলা হচ্ছে। দ্বিতীয় দফায় আজ প্রায় ১৮০০ রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়ার কথা।
নৌবাহিনীর চট্টগ্রাম নৌ-অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এর আগে কক্সবাজারের আশ্রয়কেন্দ্র থেকে মিয়ানমারের বাস্তুচ্যুত ১ হাজার ৭৭২ জন রোহিঙ্গাকে চট্টগ্রামে আনা হয়। পরে নগরীর পতেঙ্গায় বিএফ শাহীন কলেজের মাঠে তাদের রাতযাপনের ব্যবস্থা করা হয়।
এর আগে প্রথম দফায় গত ৪ ডিসেম্বর কক্সবাজারের টেকনাফ ও উখিয়া আশ্রয়কেন্দ্র থেকে ১ হাজার ৬৪২ রোহিঙ্গাকে ভাসানচর দ্বীপে নিয়ে যাওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, দ্বিতীয় দফায় একই আশ্রয়কেন্দ্র থেকে ৪২৭টি পরিবারকে ভাসানচরে নেওয়া হচ্ছে। ভাসানচরগামী এক হাজার ৭৭২ জন রোহিঙ্গার মধ্যে ১৩০ জন প্রথম দলে যাওয়া রোহিঙ্গাদের আত্মীয়স্বজন।
এদিকে নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেন সারাবাংলাকে বলেন, ‘রোহিঙ্গাদের দ্বিতীয় দলের নিরাপত্তায় ভাসানচরে তিন শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা আজ (সোমবার) থেকেই সেখানে দায়িত্ব পালন করছেন। পর্যাপ্ত সংখ্যক নারী পুলিশও রাখা হয়েছে। দ্বিতীয় দল আসার পর ভাসানচরে ৩ হাজারের মতো রোহিঙ্গা বসবাস করবেন। ৩ হাজার মানুষের জন্য যতটুকু নিরাপত্তার ব্যবস্থা করা দরকার হবে, আমরা ততটুকু করেছি।’
২০১৭ সালের ২৫ আগস্ট থেকে বাংলাদেশের কক্সবাজারের উখিয়া-টেকনাফ ও বান্দরবানের তমব্রু সীমান্ত দিয়ে মায়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গারা প্রবেশ শুরু করেন। সেসময় কক্সবাজার জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার শিকার হয়ে ৭ লাখ ৪০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে চলে আসে। নতুন-পুরনো মিলিয়ে বাংলাদেশে বর্তমানে ১১ লাখেরও বেশি রোহিঙ্গার বসবাস। সূত্র:সারাবাংলা।
ভয়েস/জেইউ।