শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি:
‘সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ’ সংগঠনের অঙ্গিকার পরিবেশ সংরক্ষণ,জলবায়ু আর ভৌগৌলিক রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের সবার” এ শ্লোগ্নকে সামনে রেখে মহেশখালী উপজেলা কমিটি ঘোষনা করেছে। কমিটির সভাপতি-মোঃ মিজানুর রহমান সাধারণ সম্পাদক-মোঃ শাহ নেওয়াজ কামাল,সাংগঠনিক সম্পাদক- সাদ্দাম হোসেন আদিব।
মহেশখালী কমিটি অনুমোদন দেওয়ায় ‘সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ’এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিনিয়র সহ-সভাপতি আজিজ খান,সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হক হিরণ,কক্সবাজার জেলা শাখার সভাপতি ওমর ফারুক হ্নদয় ও সাধারণ সম্পাদক ইফাজ উদ্দিন ইমু ‘গংদের প্রতি ‘সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ’ মহেশখালী উপজেলা শাখা’র পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন,মুজিবীয় শুভেচ্ছা,আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
কমিটির অন্যনরা হলেন সহ সভাপতি মোঃ শহিদুল্লাহ,শাহেদ খান,মোঃসালমান,মোঃআজম উদ্দিন,কলিম উল্লাহ ইমন,মুজাহিদুল ইসলাম মায়া,যুগ্ন সম্পাদক আব্দুল ওয়াহেদ,হেলাল উদ্দিন,রিদোয়ান,অর্থ সম্পাদক সুকুমার চক্রবর্তী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃআনোয়ার,পরিবেশ বিষয়ক সম্পাদক আলমগীর মোঃ রায়হান,দপ্তর সম্পাদক আরাফাত উদ্দিন সুমন,প্রচার ও প্রকাশনা সম্পাদক এম মকছুদুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মনির উদ্দন,গ্রহন্থনা ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসন,মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক আনিকা আকতার রুমা,যুব বিষয়ক সম্পাদক উজ্জল দাশ,ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন,উপকুলিয় এলাকা বিষয়ক সম্পাদক সালামত উল্লাহ,ত্রাণ ও দূর্যোগ সম্পাদক একরামুল হক, জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক মুহিব উল্লাহ,কর্মসুচি ও প্রশিক্ষণ সম্পাদক হাসান হাবীব,পরিবার পরিকল্পনা আলা উদ্দিন,তথ্য ও গভেষনা আবু হানিফা,বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ,সহ সম্পাদক আলসুফ পাবেল আলফি,তারেকুল ইসলাম সাইফুল,ফয়সাল আহামমদ জয়,আরিফুর রহমান,আলফাজ বিন সানি,সদস্য মাওলানা সুলতান নদভী,আরিফ উল্লাহ,রাহামত উল্লাহ,জয়নাল আবেদীন,আব্দুল আজিজ,আজিজুল হক আজিজ,আব্দুল মালেক,ডাঃশাকের আলম,নছর উল্লাহ,মোঃ হোসন,মোঃ জহির,সাহেদুল ইসলাম সাগর,বেলাল হোসন,আব্দু শুক্কুর ফাহিম,রাশেদুল হক রাশেল,শফিক খান,সাকিব আল হাসান,ছৈয়দ নুর আজিজ,ফাহিম,মিজবাহ উদ্দিন।
ভয়েস/আআ