শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বিক্ষোভকারীদের উপর গুলি, তবুও উপেক্ষা করে বিক্ষোভ

ভয়েস নিউজ ডেস্ক:
নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভকারীদের উদ্দেশে মিয়ানমারের পুলিশ ফাঁকাগুলি, জলকামান এবং রাবার বুলেট ছুড়েছে। এতে কমপক্ষে চারজন আহত হয়েছেন। সামরিক অভ্যুত্থানের প্রতিবাদে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আজ মঙ্গলবারও বিক্ষোভে নেমেছেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। একজন ডাক্তার বলেছেন, রাজধানী ন্যাপিডতে রাবার বুলেটে কমপক্ষে তিনজন বিক্ষোভকারী আহ্বান হয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত ১লা ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানে বেসামরিক নেত্রী অং সান সুচিকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করে সামরিক জান্তা। আটক করে সুচি, প্রেসিডেন্ট উইন মিন্ট সহ বিপুল সংখ্যক নেতাকর্মীকে। এর প্রতিবাদে অব্যাহতভাবে বিক্ষোভ চলছে মিয়ানমারে।
এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে এরই মধ্যে। বৃদ্ধি পাচ্ছে গণঅসহযোগ। এতে যুক্ত হচ্ছেন হাসপাতাল, স্কুল ও সরকারি অফিসের বিভিন্ন কর্মকর্তা।সূত্র:মানবজমিন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION