শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ডোপ টেস্ট হবে‍‍‍‍’

ভয়েস নিউজ ডেস্ক:

সারা দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও ডোপ টেস্ট করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও আইনশৃঙ্খলাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক।

মন্ত্রী বলেছেন, “ইতোমধ্যে প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্ট করা হবে। ডোপ টেস্টের নীতিমালা তৈরি হচ্ছে। কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও ডোপ টেস্ট করতে হবে। এটি ব্যাপকভাবে প্রচার করা হবে।”

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পঞ্চম সভা শেষে তিনি এ কথা বলেন।

মোজাম্মেল হক জানান, মাদক নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ নিতে আলোচনা হয়েছে। মাদক প্রতিরোধে উপজেলা কমিটিকে সক্রিয় করতে বলা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার ও দিনাজপুরকে মাদকমুক্ত করার প্রকল্পও নেওয়া হচ্ছে। কীভাবে এটি বাস্তবায়ন করা হবে, তা ঠিক করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। তারা কার্যপরিধি, কার্যপদ্ধতি নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

মন্ত্রী বলেন, মাদক প্রতিরোধে উপজেলা কমিটিকে সক্রিয় করতে বলা হয়েছে। প্রকল্পের আওতায় মাদকসেবী, বিক্রেতা ও আশ্রয়-প্রশ্রয় দাতাদের চিহ্নিত করা হবে। এরপর তা রোধে ব্যবস্থা নেওয়া হবে। এটাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

সুত্র: দৈনিক জাগরণ।

ভয়েস / জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION