শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন
প্রেসবিজ্ঞপ্তি:
বেসরকারী সংস্হা এমএসআই ও অর্ণব কক্সবাজার এর সহযোগিতায় দক্ষিণ মিঠাছড়ি নাগরিক ফোরামের উদ্যোগে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে ১৫০ জন দরিদ্র পরিবারের সন্তানকে ফ্রি খৎনা করা হয়। সাথে প্রত্যেককে প্রয়োজনীয় ঔষধ,লুঙ্গি ও পাণ্জাবি প্রদান করা হয়।
রবিবার (২১ ফেব্রুয়ারী) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শহীদদের আত্নার শান্তির উদ্দেশ্যে চেইন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সেবামূলক কর্মসূচী পরিচালনা করা হয়। দিনব্যাপী এ খৎনা কার্যক্রমে এমএসআই সংস্হার পক্ষে উপস্হিত ছিলেন,কর্মকর্তাবৃন্দ ও মেডিকেল টিম।
দক্ষিণ মিঠাছড়ি নাগরিক ফোরামের পক্ষে দায়িত্ব পালন করেন, সংগঠনের সাধারণ সম্পাদক ফরিদুল আলম ফরিদ,যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল আজিম,অর্থ সম্পাদক ছৈয়দ করিম,শিক্ষা বিষয়ক সম্পাদক আবুল কালাম আযাদ,দপ্তর সম্পাদক নুরুল আমিন নয়ন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ফারুক, ক্রীড়ি সম্পাদক তোফাজ্জ্বল হোসেন মানিক,নুর মোহাম্মদ,মনজুর আলম,শামসুল আলম,দেলোয়ার হোসেন,আব্দু সালাম প্রমুখ।
ভয়েস/আআ