বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১১:১০ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারস্থ উখিয়া সমিতির মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামীকাল শনিবার অনুষ্ঠিত হচ্ছে। দিনব্যাপী অনুষ্ঠানটি কক্সবাজারের মোটেল উপল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। উক্ত মিলনমেলায় সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ক্রীড়া, গান, ছড়া ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ফলাফল ঘোষনা সহ আপ্যায়ন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। পরে বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন প্রখ্যাত সংগীত শিল্পীরা। উক্ত মিলনমেলা অনুষ্ঠানে কক্সবাজারস্থ উখিয়া সমিতির আহবায়ক মহি উদ্দিন চৌধুরী, যুগ্ন আহবায়ক এডভোকেট মোহাম্মদ ইসলাম, মোশারফ হোসেন চৌধুরী ও সদস্য সচিব মো: জসিম উদ্দিন বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
ভয়েস/আআ