EDITOR
- ২৩ এপ্রিল, ২০২১ /

প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার শহরে সুবিধা বঞ্চিত অর্ধশতাধিক পথ শিশুদের মাঝে ইফতার বিতরণ করেছে কক্সবাজার প্রাক্তন ছাত্র ফোরাম প্রিপ্যারাটরি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শুক্রবার (২৩ এপ্রিল) বিকাল ৪ টার দিকে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে ফোরামের সংশ্লিষ্ট সদস্যদের উপস্থিতিতে ছিন্নমূল ও সুবিধা বঞ্চিত পথশিশুর মাঝে ইফতার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ফোরামের প্রধান উপদেষ্টা তৌফিকুল ইসলাম লিপু, পথশিশুদের সংগঠন নতুন জীবনের সভাপতি ওমর ফারুক হিরো, সংগঠনের সভাপতি সানাউল্লাহ, সাধারন সম্পাদক ফারুক আজম প্রমুখ।
পবিত্র রমজান মাসে চলমান লকডাউনে সুবিধা বঞ্চিত ছিন্নমূল পথশিশুদের জন্যই এমন আয়োজন বলে ফোরামটির সংগঠকরা জানিয়েছেন।
এদিকে প্রাক্তন ছাত্র ফোরাম প্রিপ্যারাটরি সরকারি প্রাথমিক বিদ্যালয় ফোরামের ইফতার খাবার পেয়ে খুশি ছিন্নমূল পথশিশুরা। দুঃসময়ে তাদের পেটের খবর নেওয়ায় ফোরামের সংশ্লষ্টি সকলকে ধন্যবাদ জানায় তারা।
শহীদ মিনারে পথশিশুদের ইফতার বিতরণকালে আরো উপস্থিত ছিলেন- ফোরামের পক্ষ থেকে সোহেল, রাজিব দাশ, নয়ন কান্তি দে, আব্দুল মালেক, নুরু উদ্দিন, মোঃ আলি, সুমন পাল, শাহনেওয়াজ, স্বপন শর্মা, দয়াল চক্রবর্তী, সুমন পাল, মোসলেম কবির আরিফ, তারেকুল ইসলাম, রেখা রাণী শীল, রিংকু ধর, রেবেকা আইরিন , মেহেদী হাসান রাজীব কান্তি দে বাবু, মামুন, পলাশ, নাছির, সোহেল আহমদ, মোঃ আবদুল্লাহ, রুবায়েদ আজাদ হাবি, শোভন চৌধুরী নান্টু, জুয়েল সহ আরো অনেকে।
ভয়েস/আআ