রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মুক্তি পাচ্ছে ইরফান সেলিম

ইরফান সেলিম,ফাইল ছবি।

ভয়েস নিউজ ডেস্ক:
নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিমকে মারধরের মামলায় সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের ছেলে ইরফান সেলিমকে দেয়া হাইকোর্টের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। রোববার রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে ইরফান সেলিমের পক্ষে শুনানি করেন আব্দুল বাসেত মজুমদার, সঙ্গে ছিলেন সাঈদ আহমেদ রাজা। রাষ্ট্রপক্ষে পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ।
আদালতের অনুমতি নিয়ে গত ৬ই এপ্রিলের জামিন স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করে ইরফানের আইনজীবী। এরপর চেম্বার আদালত আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। রোববার আপিল বিভাগ আবেদনের শুনানি নিয়ে রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে দেয়। ফলে তার জামিন বহাল থাকল বলে গণমাধ্যমকে জানান ইরফান সেলিমের আইনজীবী অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা।
তিনি বলেন, এর ফলে ইরফান সেলিমের কারামুক্তিতে আর কোনো বাধা নেই। তার বিরুদ্ধে থাকা বাকি মামলাতেও তিনি জামিনে আছেন।’

২০২০ সালের ২৬ অক্টোবর নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিমকে মারধরের ঘটনায় ইরফান সেলিমসহ চারজনের বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডি থানায় ‘মারধর ও হত্যাচেষ্টা’ মামলাটি করা হয়। এ মামলায় নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হয়ে হাইকোর্টে আবেদন করেন ইরফান সেলিম। সূত্র:মানবজমিন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION