মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৮:০১ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক, ঈদগাঁও:
ঈদগাঁও উপপজেলায় ঢলের পানিতে ভেসে গিয়ে নিখোঁজ ৩ যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরির দল। দীর্ঘ ৬ ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ডুবুরির দল আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঈদগাও খাল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে।
উদ্ধার হওয়া মৃতদেহ গুলো হলো ঈদগাঁও উপজেলার দরগাহপাড়ার মোহাম্মদ শাহজাহান শাহ’র পুত্র ফারুখ (২৮), দেলোয়ার (১৫) ও অপরজন মোর্শেদ (৭)
এর আগে আজ ২৮ জুলাই সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের দরগাহপাড়া সড়কে খালের উপর নির্মানাধীন বীর মুক্তিযোদ্ধা ছুরত আলম সেতুর নীচে ঢলের পানিতে মাছ শিকার করতে গিয়ে শ্রোতে ভেসে গিয়ে ওই যুবকরা নিখোঁজ হয়েছিল।
খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বিভাগের রেসকিউ টিমের ডুবুরিরা উদ্ধার তৎপরতা শুরু করে।
সন্ধ্যা ৬টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরির দল দীর্ঘ ছয় ঘন্টা পর ঈদগাও খাল থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার করে। ফায়ার সার্ভিসের রামু স্টেশনের প্রধান সৌমেন বিশ্বাস জানান কক্সবাজার ফায়ার সার্ভিসের টিমের সাথে চট্টগ্রাম থেকে আসা আরেকটি ডুবুরির টিম এই উদ্ধার অভিযানে অংশ নেয়। তিনি জানান তারা তিনজনই সাঁতার জানলেও ঢলের পানিতে স্রোত বেশি থাকায় ভেসে যায়।
ঘটনাস্থলে উপস্থিত ঈদগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ছৈয়দ আলম জানান, পাহাড়ি ঢলের পানিতে ভেসে গিয়ে মারা যাওয় তিনজনই ঈদগাও ইউনিয়নের দরগাহপাড়া গ্রামের বাসিন্দা।
ভয়েস/আআ