বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০১:৩১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

খুরুশকুলে করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নে করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ আগষ্ট) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।

সভায় আগামীকাল শনিবার বিনামূল্যে টিকা দেওয়ার উপর বিভিন্ন দিক নির্দেশনা ও কর্মসূচী ঘোষণা করা হয়।

ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিতব্য এ কর্মসূচী হলো, সকাল ৯ ঘটিকা থেকে বিকেল ৩ টা পর্যন্ত প্রত্যেকটি ওয়ার্ড থেকে ৬৬ জনসহ মোট ৬০০ জনকে টিকা প্রদান। বয়স্ক ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়াসহ কয়েকটি।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, করোনা সংক্রমণ রোধে চলমান কঠোর লকডাউনে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সচেতন মহলকে এগিয়ে আসতে হবে। কেননা, আমরা নিজেরা সচেতন না হলে অন্যদের সচেতন করা সম্ভব নয়। তাই, নিজের সচেতনতার পাশাপাশি অন্যদের সচেতনতায় উদ্বুদ্ধ করতে হবে।

তিনি বলেন, সরকার ইতোমধ্যে বিভিন্ন দেশ থেকে আনা টিকা নিয়ে দেশ বিরোধী একটি ষড়যন্ত্র মহল জনগণকে বিভ্রান্ত করতে নানান অপপ্রচার চালিয়েছে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। সাধারণ মানুষকে বুঝাতে হবে, টিকা নেওয়ার কোনো বিকল্প নেই।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION