বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

দ্যা কক্স স্টার সোসাইটির উদ্যোগে সৌদি আরবে ৪৬তম জাতীয় শোক দিবস পালিত

প্রেস বিজ্ঞপ্তি:
প্রবাসী বাঙালী দ্যা কক্স স্টার সোসাইটি সংগঠনের উদ্যোগে সৌদি আরবে বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
জাতীয় শোক দিবস উপলক্ষে জেদ্দাস্থ একটি কমিউনিটিতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নাছের গোলাম ।
আলোচনা অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা কমিটির সভাপতি আবদুল মালেক খালিফা বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ সমার্থক শব্দ, বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। জাতির পিতা ছিলেন বাঙ্গালি জাতির মুক্তির মহানায়ক। তাঁর নেতৃত্বে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদের রক্ত ও দু লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।
সাধারণ সম্পাদক আমির হোসাইন আরমান বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা জাতির পিতাকে হত্যার মাধ্যমে জাতির ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে। বঙ্গবন্ধুকে হত্যা করা হলেও তাঁর স্বপ্ন, আদর্শ, চেতনা ও মূল্যবোধ ছড়িয়ে পড়েছে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।
ড. ইসমাঈল বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। তিনি নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ তুলে ধরার আহ্বান জানান।
জাতীয় শোক দিবসে উপস্থিত ছিলেন, হাসান পিতিনি (সহ-সভাপতি), জুবাইর আত্তার (যুগ্ম সাধারণ সম্পাদক), ড. ইসমাইল আবুল হোসাইন (কোষাধ্যক্ষ), ফারুক আবুল কাশেম (যুগ্ম-কোষাধ্যক্ষ), ইউনুস আলী আকবর (সাংস্কৃতিক সম্পাদক), সাঈদ আলী আরমান (জন সংযোগ সম্পাদক), ইউনুস আবুল হোসাইন (প্রচার সম্পাদক), আদনান আল উকিল (সমাজ কল্যাণ সম্পাদক), আহম্মদ হারুন,  মোহাম্মদ তৈয়ব, আবদুল ছালাম সিকদার, ইব্রাহীম মঞ্জুর হোসাইন, আবদুল আজিজ বাশা, ঈসা আবদুস সালাম আহম্মেদ, ইব্রাহীম সঈদ সহ প্রমুখ।
অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের শাহাদাৎ বরণকারী  সকল সদস্যদের আত্মার শান্তি ও দেশ জাতির সুখ সমৃদ্ধি ও দ্যা কক্স স্টার সোসাইটির সভাপতি শেখ ওয়লির সৌদি আরবে ছহিসলমতে কামনায় দোয়া পরিচালনা করেন মোহাম্মদ আল বাশা। সৌদি আরবের জেদ্দাস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION