EDITOR
- ৯ সেপ্টেম্বর, ২০২১ /

প্রেস বিজ্ঞপ্তি:
জামায়াত-শিবিরের ক্যাডার চিহ্নিত চাঁদাবাজ তাহের সিকদার বাহিনী কর্তৃক জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদারসহ শ্রমিক নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে কক্সবাজার-টেকনাফ-চকরিয়া-চট্টগ্রাম বাস-মিনিবাস মালিক সমিতি আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী।
শ্রমিক নেতা এস.এম এনামের সভাপতিত্বে ও এম ওসমান গণির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম কালু, বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খুইল্লা মিয়া, সদর উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মো. আবদুল্লাহ, রামু শ্রমিক লীগের সভাপতি শফিকুল ইসলাম কাজল, মহেশখালী শ্রমিক লীগের সভাপতি আবদু শুক্কুর, নুর হোসেন মাঝু, এহসান কোম্পানী, পরিবহন শ্রমিক নেতা সাহাব উদ্দিন সাবু ও জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ।
সভায় বক্তারা বলেন, জামায়াত-শিবিরের ক্যাডার চিহ্নিত চাঁদাবাজ তাহের সিকদারের কাছে জিম্মি হয়ে পড়েছে পরিবহন শ্রমিক ও চালকেরা। লিংকরোডে ভূঁইফোড় সংগঠনের নামে পরিবহন চালকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছে। তাঁকে চাঁদা না দিলে চালক-শ্রমিকদের মারধর করা হয়। তাঁর এমন নির্যাতনের প্রতিবাদ করায় জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদারসহ শ্রমিক নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে পরিবহন সেক্টরে স্বঘোষিত শ্রমিক নেতা সেজে নৈরাজ্য সৃষ্টি করে আসছে। বিগত দিনেও মালিক সমিতির নেতাদের নামে মিথ্যা মামলা দায়ের করছিলো সে। আদালত খারিজ করে দেন। তাহের সিকদার একাধিক নাশকতা মামলার আসামী। তাঁর বাহিনীর হামলায় আহত ছাত্রলীগ নেতাকর্মীদের রক্তের দাগ এখনো শুকায়নি।
বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহার না করলে সর্বস্তরের শ্রমিক-জনতাকে সাথে নিয়ে আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারী দেন। সেই সাথে জামায়াত-শিবিরের ক্যাডার চিহ্নিত চাঁদাবাজ তাহের সিকদারকে গ্রেফতার করতে হবে।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বিভিন্ন শ্রমিক সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর প্রতিবাদ প্রদান করা হয়।
ভয়েস/আআ