বুধবার, ০২ Jul ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন
নুরুল আলম সাঈদ, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার প্রাথমিক বিদ্যালয় থেকে বিভিন্ন সময়ে অবসরে যাওয়া ১৭ জন অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মহোদয়কে সংবর্ধনা দিয়েছেন উপজেলার বর্তমানে কর্মরত ৫৬ টি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী ও প্রধান শিক্ষকগণ।
১৯ অক্টোবর সকাল ১১ ঘটিকায় নাইক্ষ্যংছড়ি উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। নাইক্ষ্যংছড়ি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষকদের সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাইক্ষংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শফিউল্লাহ। প্রধান অতিথি তার বক্তব্যে সৃষ্টিকর্তার কাছে বিদায়ী প্রধান শিক্ষকের সুস্বাস্থ্য ও দীর্ঘয়ায়ু কামনা করেন।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী ও প্রধান শিক্ষক এবং অবসরে যাওয়া প্রধান শিক্ষকদের উপস্থিতিতে অবশেষে মিলন মেলায় পরিনত হয়। এ সময় উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের
সহকারী ও প্রধান শিক্ষকগণ অবসর প্রাপ্ত প্রধান শিক্ষকদের মাঝে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন।
ভয়েস/আআ