শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১২:১০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

উখিয়ায় রোহিঙ্গাদের দু’গ্রুপের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬

ফাইল ছবি

বিশেষ প্রতিবেদক:

উখিয়ায় দু’রোহিঙ্গা গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও ২জন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৬জন হয়েছেন। সকালে চিকিৎসাধীন অবস্থায় আরও ২জনের মৃত্যু হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো: রফিকুল ইসলাম।

তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পে সংগঠিক ঘটনায় এই পর্যন্ত ৬জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসব মৃতদেহ গুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এর আগে ভোররাতে ঘটনাস্থলে ৪জন রোহিঙ্গা নিহত হওয়ার খবর জানায় পুলিশ। এসময় আহত হয়েছে ১০ থেকে ১২ জন। তাদের মধ্যে ৪ জনকে রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) ভোরে উখিয়ার ১৮ নং ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গারা হচ্ছে- উখিয়ার বালুখালী-২ রোহিঙ্গা ক্যাম্পের মোঃ ইদ্রীস (৩২), ইব্রাহীম হোসেন (২২), আজিজুল হক (২৬), মোঃ আমীন (৩২) ।

সত্যতা নিশ্চিত করে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: রফিকুল ইসলাম জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্পে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ৪জন নিহত হওয়ার খবর পেয়েছি। নিহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি। আমি ঘটনাস্থলের রয়েছি।

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ আর্মাড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার শিহাব কায়সার জানান, শুক্রবার ভোর রাতে উখিয়া বালুখালী ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি ও ধারালো অস্ত্রের আঘাতে ৪ রোহিঙ্গা নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে ১০/১২ জন রোহিঙ্গা।
ঘটনার পর পরই এপিবিএন পুলিশ এবং জেলা পুলিশ বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে নিহতদের উদ্ধার এবং অস্ত্রধারীদের গ্রেফতারে অভিযান শুরু করেছে। পুলিশ এ পর্যন্ত একজনকে আটক করেছে বলে জানিয়েছেন তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION