শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সোনাইছড়ি রিদুয়ান হত্যা মামলার প্রধান আসামি ইউছুপ কারাগারে

জিকির উল্লাহ জিকু:
উখিয়ার সোনাইছড়িতে রিদুয়ান হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ ইউছুপ ওরফে বদাইয়্যাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর ) দুপুর ১২টারদিকে কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকীর আদালত জামিন না মন্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরআগে মোহাম্মদ ইউসুফ আদালতে জামিনের জন্য আবেদন করেন।

গত ২১ আগস্ট দিবাগত রাতে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়ন পরিষদের দক্ষিন পাশে মৃত ছৈয়দ কাসেমের ছেলে মোহাম্মদ ইউছুপ ওরফে বদাইয়্যা, মোহাম্মদ ইউনুছ ওরফে পুতিয়া ও জসিমের নেতৃত্বে উক্ত ইউনিয়নের পশ্চিম সোনাইছড়ি (বাদামতলী) এলাকার হোছন আহমদের ছেলে মো: রিদুয়ান হোসেন (২৪) কে নির্মমভাবে হত্যা করে। পরে বৈদ্যুতিক তারে জড়িয়ে দিয়ে সকালে অপবাদ দিয়ে মিথ্যা অপপ্রচার চালায়। পূর্ব শক্রতার জের ধরে পরিকল্পিত রাতের আঁধারে রিদুয়ান কে পিটিয়ে হত্যার বিষয়টি এলাকায় জানাজানি হলে কৌশলে আসামিরা পালিয়ে যায়। এরপর অভিযুক্ত মৃত ছৈয়দ কাশেমের দুই পুত্র মোঃ ইউছুপ প্রকাশ পুতিয়া (৩৫) ও মোঃ ইউনুছ প্রকাশ বদাইয়া (৩১) ও জসিমকে আসামি করে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

স্থানীয়রা দাবি করেছেন, ওই এলাকার মৃত সৈয়দ কাসেমের সুপারি বাগানে পাহাড়ে জঙ্গলের পাশে নিয়ে গিয়ে রাতের কোন এক সময়ে রিদুয়ান কে পিটিয়ে নির্মম ভাবে হত্যা করে এবং সকালে সুপারী বাগানের নিরাপত্তায় (অবৈধ) সংযোগ দেওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে রিদুয়ান মারা গেছে বলে অপপ্রচার করে। খরব পেয়ে উখিয়া থানাধীন ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই (নিরস্ত্র) মো: অলিউর রহমান একদল পুলিশ সহ ঘটনাস্থলে এসে শত শত এলাকাবাসীর সামনে নিহত তরুণ রিদুয়ানের লাশের সুরতহাল প্রতিবেদন করা কালে তার রক্তাক্ত সারা শরীরে মাথায়, ঘাড়ে, পিটে, কোমরে ও দুই পায়ে অসংখ্য মারাত্মক জখমের চিহ্ন দেখা গেলে প্রত্যক্ষদর্শী প্রতিবেশী-স্বজনরা কাঁন্নায় ভেঁঙ্গে পড়েন। এতে উপস্থিত সবাই নিহত রিদুয়ান কে নির্মম ভাবে পিটিয়ে হত্যার বিষয়ে নিশ্চিত হয়। ওই সময়ে অভিযুক্ত মৃত ছৈয়দ কাশেমের দুই ছেলে  মোঃ ইউছুপ প্রকাশ পুতিয়া (৩৫) ও মোঃ ইউনুছ প্রকাশ বদাইয়া (৩১) ও জসিম সহ তাদের পরিবারের সবাই ঘরে তালা দিয়ে পালিয়ে গিয়েছিল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION