বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ন
মো: গিয়াস উদ্দিন, মেম্বার পদপ্রার্থী, ৪নং ওয়ার্ড, খুনিয়াপালং, রামু।
শিক্ষায় আলো,নিরক্ষরতা-ই অন্ধকার।।
তাই সু-শিক্ষায় শিক্ষিত ব্যক্তিই পারে একটি অন্ধকারাচ্ছন্ন সমাজকে সুন্দর,মডেল সমাজে রুপান্তরিত করতে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং খুনিয়া পালং এর অন্তর্গত
০৪ নং ওয়ার্ড থেকে জনগণের আস্থা ও ভালোবাসাকে পঞ্জিভুত করে একজন একনিষ্ঠ সমাজ সংস্কারক মেম্বার পদপ্রার্থী হিসাবে আত্মনিয়োগ করার ইচ্ছা পোষণ করছেন।
পরিবর্তনের অঙ্গীকার নিয়ে সুন্দর আগামীর প্রত্যাশায়, অত্র এলাকার উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে,
গরিব দুঃখী মেহনতী মানুষের দুঃসময়ের পরম বন্ধু সময়ের সাহসী সন্তান, পরিচ্ছন্ন সমাজসেবক বিশিষ্ট শিক্ষানুরাগী দায়িত্বশীল ব্যক্তিত্ব,
তারুণ্যের আইডল মোহাম্মদ গিয়াস উদ্দিন।
তিঁনি শুধু মাত্র একজন মানব সেবক নয়।
তিঁনি একাধারে ধার্মিক,ন্যায়পরায়ণ,শিক্ষানুরাগী,চরিত্রবান, সৎ ও সাহসিকতার মূর্তপ্রতীক।
তিঁনি সমাজ থেকে অন্যায়-পাপাচার,দূর্নীতি,মাদক,দাঙ্গা হাঙ্গামা,সন্ত্রাস,জুলুম, নির্যাতন, নিপিড়ন ও অত্যাচার রুখে দেওয়ার দৃড় প্রতিজ্ঞা বদ্ধ।
৪নং ওয়ার্ডকে একটি উন্নত,সুখী সম্বৃদ্ধশালী,স্ব-নির্ভর ও মডেল সমাজে রুপান্তর করতে মোঃ গিয়াস উদ্দিন একমাত্র যোগ্য প্রার্থী।
হে প্রিয়,
হে তরুণ প্রজন্ম!
হে নবীন-প্রবীন!
হে পর্দার আড়ালের মা ও বোনেরা,
কৃষক-শ্রমিক, ব্যবসায়ী,
ছাত্র-শিক্ষক!
আপনাদের নিকট শ্রদ্ধার সাথে একটি আবেদন এই যে, আপনার মহামূল্যবান (আমানত)ভোট টা
আগামী ১১ ই নভেম্বর মোরগ মার্কায় প্রদান করে একটি উন্নতশীল মডেল সমাজে রুপান্তর করার সহযোগিতা করুন, এবং ধর্মভীরু, একনিষ্ঠ, ন্যায়পরায়ণ,সৎ,সাহসী ও চরিত্রবান সমাজ সেবক মোঃ গিয়াস উদ্দিন ভাইকে জয়যুক্ত করে ৪নং ওয়ার্ডের সেবা করার সুযোগ দিন।
ভয়েস/আআ