বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

পেকুয়ায় জেল হত্যা দিবস পালিত

প্রেস বিজ্ঞপ্তিঃ
১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর তাঁর ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও কামরুজ্জামানকে কারাগারে হত্যা করা হয়।
বাংলাদেশের ইতিহাসে ৩ নভেম্বর কলঙ্কময় ও বেদনাবিধুর একটি দিন। রাষ্ট্রের হেফাজতে জেলখানায় জাতীয় চার নেতা হত্যার দিনটি ‘জেল হত্যা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।
এই উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে পেকুয়া উপজেলা আ’লীগ ও সহযোগি সংগঠন।
বুধবার (৩ নভেম্বর) বিকেলে পেকুয়া উপজেলা আ’লীগ কার্যালয়ে কর্মসূচিগুলো পালন করা হয়।
পেকুয়া উপজেলা আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক খলিলুর রহমানের পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠেয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন, পেকুয়া উপজেলা আ’লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বশির আলম।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম।
প্রধান অতিথির বক্তব্যে আবুল কাশেম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারাই হত্যা করেছিল তাদের নেতৃত্বে ঘাতকদল জাতীয় চার নেতাকে জেলে হত্যা করা হয়। জাতির জনকসহ জাতীয় চার নেতার হত্যাকারীদের রায় দ্রুত বাস্তবায়ন করে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে।
তিঁনি আরো বলেন, কক্সবাজার জেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিপুল ভোটে নির্বাচিত পৌরসভার মেয়র মুজিবুর রহমানকে অন্যায়ভাবে মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছে একটি কুচক্রিমহল। যখনি ইউনিয়ন পরিষদ নির্বাচন চলে আসছে তখনি প্রিয় নেতাকে মামলা দিয়ে নৌকার নির্বাচনী প্রচারণা থেকে দূরে রাখার চেষ্টা করতেছে। আমরা তীব্র নিন্দা জানানোর পাশাপাশি পেকুয়া উপজেলা আ’লীগ ও সহযোগি সংগঠন দ্রুত ওই মামলা প্রত্যাহার দাবী করছি।
পেকুয়ার ৬ ইউনিয়নের নৌকার মনোনীত প্রার্থীকে বিজয় নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিঁনি বলেন, এ নৌকা কোন স্থানীয় প্রতিক নয়। এ নৌকা বঙ্গবন্ধুর নৌকা। ব্যক্তি নয় নৌকার বিজয় নিশ্চিতে দলীয় নেতাকর্মীদের একযোগে কাজ করতে হবে।
পেকুয়া উপজেলা যুবলীগের সহসভাপতি জিয়াবুল হক জিকুর পরিচালনায় এসময় আরো বক্তব্য রাখেন, পেকুয়া সদর ইউপির নৌকার মনোনীত প্রার্থী সাংবাদিক জহিরুল ইসলাম, সহসভাপতি সাইফুউদ্দিন খালেদ, সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান, পেকুয়া সদর আ’লীগের সভাপতি এম আজম খান, সম্পাদক বেলাল উদ্দিন, পেকুয়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সস্পাদক শাহাদত হোসেন, পেকুয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: বারেক, পেকুয়া উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি জাকিরুল ইসলাম, মহিলা আ’লীগ নেত্রী ফাতেমা বেগম, পেকুয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এহেতেশামুল হক, পেকুয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো:  ফরহাদুজ্জামান, শ্রমিকলীগের দপ্তর সম্পাদক হুমাইন কবির, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার, উপজেলা ছাত্রলীগের যুগ্ন-সম্পাদক আমিনুর রশিদ, ছাত্রলীগ নেতা ছোটন ও নেওয়াজ শরীফ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সদস্য প্রদীপ কুমার সুশীল, বারবাকিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, পেকুয়া সদর ইউনিয়ন আ’লীগের যুগ্ন-সম্পাদক ফোরকান এলাহী, সদর ১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি নুরুল কাইয়ুম, সম্পাদক আরমানুল ইসলাম, ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি নাছির উদ্দিন, ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আবদুল কাদের, সম্পাদক মুহাম্মদ সোহেল, ৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আলী আহমদ, সম্পাদক নেজাম উদ্দিন, কৃষকলীগ নেতা মামুনুর রশিদ, ছাত্রলীগ নেতা পারভেজ উদ্দিন ও আ’লীগ নেতা আলী হোসেন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION