বুধবার, ০২ Jul ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

এসএসসির ফরম পূরণের কিছু অর্থ ফেরত পাবে পরীক্ষার্থীরা

ভয়েস নিউজ ডেস্ক:

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুধুমাত্র গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে অনুষ্ঠিত হবে। সব বিষয়ে পরীক্ষা না হওয়ায় পরীক্ষা ব্যয় কমেছে। তাই পরীক্ষার্থীদের ফরম পূরণে আদায় করা টাকার অব্যয়িত অংশ ফেরত দেওয়া হবে।

পরীক্ষার্থীরা কত টাকা ফেরত পাবে সে বিষয়ে বিস্তারিত জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। ফেরতের টাকা পাঠানো হবে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে। পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফেরত দেওয়া অর্থ গ্রহণ করবে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলামের সই করা অফিস আদেশ থেকে এসব তথ্য জানা গেছে।

পরীক্ষা ফি

পরীক্ষার্থী প্রবেশপত্রে উল্লিখিত যেসব বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে সেসব বিষয় ছাড়া অন্য বিষয়ের জন্য আদায়কৃত ফি থেকে বিষয় প্রতি (তত্ত্বীয়) ৩০ টাকা করে ফেরত পাবে।

ব্যবহারিক বিষয়ের জন্য আদায় করা বোর্ড ফি থেকে শিক্ষার্থীরা বিষয়প্রতি ২০ টাকা ফেরত পাবে। আর আইসিটি বিষয়ের ব্যবহারিক পরীক্ষার জন্য বোর্ড ফি’র ৩০ টাকা ও চতুর্থ বিষয়ের ব্যবহারিক পরীক্ষার জন্য বোর্ড ফি’র ৩০ টাকা ফেরত দেওয়া হবে।

কেন্দ্র ফি

যেসব পরীক্ষার্থী ফরম পূরণ করেছে এবং ন্যূনতম এক বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের কেন্দ্র ফি থেকে পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা ফেরত দেওয়া হবে। এছাড়াও আইসিটি বিষয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠান থেকে আদায় করা ২৫ টাকা এবং চতুর্থ বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ফি বাবদ আদায় করা ১০ টাকা ফেরত দেওয়া হবে।

এছাড়াও যেসব পরীক্ষার্থী ফরম পূরণ করেছে কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না তাদের কেন্দ্র ফি বাবদ আদায় করা ৪০০ টাকা ফেরত দেওয়া হবে। এসব শিক্ষার্থীর আইসিটি বিষয়ের অতিরিক্ত আরও ২৫ টাকা ও চতুর্থ বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ফি বাবদ প্রতিষ্ঠান থেকে আদায় করা ১০ টাকা পরীক্ষার্থীদের ফেরত দেওয়া হবে।

অপর এক আদেশে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের অব্যয়িত টাকা ফেরত ও বোর্ডের সঙ্গে সব ধরনের আর্থিক লেনদেনে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে স্কুলগুলোকে নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

এতে বলা হয়, স্কুলের ইংরেজি নাম ব্যবহার করে অ্যাকাউন্ট খুলতে হবে। তবে, যেসব প্রতিষ্ঠানের হুবহু ইংরেজি নাম ব্যবহার করে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলা আছে তাদের অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই বলেও জানিয়েছে বোর্ড। আগামী ৮ নভেম্বরের মধ্যে বোর্ডের ওয়েবসাইটে নির্ধারিত প্যানেলের মাধ্যমে অ্যাকাউন্টের তথ্য পাঠাতে বলা হয়েছে স্কুলগুলোকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION