মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৮:১০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ম্যানসিটিকে বিদায় করে শেষ আটে আল হিলাল

খেলাধুলা ডেস্ক:

ক্লাব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। সেই সিটিকে বিদায় করে অঘটনের জন্ম দিয়েছে আল হিলাল। অবিশ্বাস্য লড়াইয়ে সৌদি ক্লাবটি ৪-৩ গোলে জিতে নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। শুক্রবার শেষ আটে তাদের প্রতিপক্ষ ফ্লুমিনেন্স। ব্রাজিলিয়ান ক্লাবটিও অঘটনের জন্ম দিয়ে শেষ আটে এসেছে। তারা ২-০ গোলে ইন্টার মিলানকে হারিয়েছে।

টুর্নামেন্টে শুরুর গোল পেতে খুব বেশি সময় লাগছিল না সিটির। এই ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। চতুর্থ ম্যাচের মতো গোলের সূচনা করে দশ মিনিটের মধ্যে। আল হিলাল ডিফেন্ডাররা বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে সেটা জালে পাঠাতে ভুল করেননি অধিনায়ক বের্নার্ডো সিলভা। তার পর ব্যবধান আরও বাড়তে পারতো সিটির। কিন্তু তাদের সামনে বাধা হয়ে দাঁড়ান বোনো। সাভিনহো ও ইলকায় গুন্দোগানকে রুখে দেন তিনি।

আল হিলাল শুরুর ৪৫ মিনিটে স্বস্তি খুঁজে না পেলেও দ্বিতীয়ার্ধেই বাজিমাত করে দেখিয়েছে। বিরতির পর ৪৪ সেকেন্ডের মাথায় অবশেষে দলকে সমতায় ফেরান আল হিলালের ব্রাজিলিয়ান স্ট্রাইকার মার্কোস লিয়ান্দ্রো। তার পর তো ৫২ মিনিটে চমক দেখিয়ে ব্যবধান বাড়িয়ে নেন ম্যালকম। তিন মিনিট পর কর্নার থেকে গোল করে সিটিকে সমতায় ফিরিয়েছেন হাল্যান্ড।

তার পর সময় যত গড়িয়েছে ম্যাচও জমে ওঠেছে। দুই দল বেশ কয়েকবার চেষ্টা করেও ব্যবধান হেরফের করতে পারেনি। শেষ পর্যন্ত সমতায় থেকে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু সেখানেও উত্থান-পতনে ভরা ছিল ম্যাচ। ৯৪তম মিনিটে হেড করে কালিদু কুলিবালি গোল করলে সম্ভাব্য জয়ের উৎসবে মাতে আল হিলাল। ১০৪ মিনিটে ফিল ফোডেন গোল করলে সিটি আবারও জানান দেয় ম্যাচে রয়েছে তারা। কিন্তু লিয়ান্দ্রোই শেষ পর্যন্ত গড়ে দেন পার্থক্য। খেলা শেষ হওয়ার আট মিনিট আগে গোল করে আল হিলালকে স্মরণীয় জয় এনে দেন তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION