বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন
দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ১৪ নভেম্বর দৈনিক কক্সবাজার৭১ পত্রিকায় প্রকাশিত “সাব রেজিষ্টার অফিসে দলিল জালিয়াত চক্র, ঘুষ দিলেই হওয়া যায় জমির মালিক” শীর্ষক সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে উল্লেখিত তথ্যগুলো মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যে প্রণোদিত। মূল ঘটনা হচ্ছে, বি.এস ৬০নং খতিয়ানের রেকর্ডীয় মালিক অহিদুল আলম থেকে বিগত ০৫/০৩/১৯৮৯ইং তারিখে ৩২৯নং এওয়াজ নামা দলিল মূলে সফিউল আলম সিকদার প্রাপ্ত হয়। উক্ত সফিউল আলম সিকদার মৃত্যুবরণ করায় স্ত্রী, ৩ পুত্র, ৬ কন্যা মালিক হয়ে ওয়ারিশ সূত্রে সৃজিত বি.এস ৫০২৯নং সৃজন করেন। ওয়ারিশ মোতাবেক উক্ত খতিয়ানের অংশ লিপি সঠিক থাকায় ও ঈদগাঁও ভূমি অফিসে সংরক্ষিত খতিয়ানের সাথে দাতাদের দেয়া মূল খতিয়ানের হুবুহু মিল থাকায় এবং অন্যান্য সমস্ত কাগজপত্র যাচাই-বাছাই করে সঠিক আছে মর্মে অবগত হয়ে গত ১৯/০৮/২০২১ইং তারিখ উক্ত সৃজিত বি.এস ৫০২৯ নং খতিয়ান হতে খতিয়ানের রেকর্ডীয় মালিক স্ত্রী জান্নাতুল ফেরদৌস, ৩ পুত্র মোসলেম উদ্দিন, গিয়াস উদ্দিন, মুহাম্মদ নাছিম উদ্দিন, ৫ কন্যা আয়েশা বেগম, লুৎফুন নাহার, হোছনে আরা বেগম, পিয়ারো বেগম, সাফিয়া আরজুমান (সাপিয়া আকতার) এদের নিকট থেকে আমরা প্রতিবাদকারী আসির আওসাফ তকি, আসির আবইয়াজ আদিত ও আসির আহনাফ তারিফ (৩ ভাই) মিলে উক্ত খতিয়ানে বিক্রেতাগণের সম্পূর্ণ জমিসহ আরো ২টি খতিয়ানের অংশসহ সর্বমোট ৬৭ শতক জমি খরিদ করি।
একটি কুচক্রি মহল আমাদের খরিদকৃত জমি অবৈধ ভাবে দখল নেয়ার জন্য বেশ কয়েকমাস ধরে উঠে পড়ে লেগেছে। এরই অংশ হিসেবে গত ১৪ নভেম্বর ২০২১ইং তারিখ দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকায় একটি মিথ্যা সংবাদ পরিবেশন করিয়েছে। উক্ত সংবাদে আমাদের ঈদগাঁও মৌজার সৃজিত বি.এস ৫০২৯ নং খতিয়ান হতে ক্রয়কৃত জমি আমরা ভূয়া খতিয়ান দেখিয়ে ক্রয় করেছি মর্মে উল্লেখ করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও বানোয়াট। এই ধরণের মিথ্যা সংবাদের কোন ভিত্তি নেই। আমাদের ক্রয়কৃত জমির সকল কাগজ পত্র ও সৃজিত খতিয়ান সঠিক। এই সংবাদের প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি এই ধরণের মিথ্যা সংবাদে প্রশাসনসহ কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি।
প্রতিবাদকারী-
আসির আওসাফ তকি, আসির আবইয়াজ আদিত, আসির আহনাফ তারিফ।
মিয়াজী পাড়া, জালালাবাদ, ঈদগাঁও, কক্সবাজার।
ভয়েস/আআ