শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
আবরার ফাহাদ হত্যা বাংলাদেশের সব মানুষকে ব্যথিত করেছে বলে রায়ের পর্যবেক্ষণে বলেছেন আদালত। এমন নৃশংস হত্যাকাণ্ডের যেন পুনরাবৃত্তি না ঘটে বলেও মন্তব্য করেছেন আদালত।
বুধবার (৮ ডিসেম্বর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত রায়ের পর্যবেক্ষণে এসব কথা বলেন।
বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে রায় ঘোষণা করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান।
ভযেস/আআ/সূত্র: বাংলা ট্রিবিউন।