বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি:
“পরিবারের জন্য পরের রক্ত আর না, স্বেচ্ছাসেবী নির্ভরতা ভালো না” এই স্লোগানকে সামনে রেখে রক্তদান সচেতনতা মূলক কর্মসূচির আয়োজন করেছে কক্সবাজারের একটি অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন জনতা ব্লাড ডোনার্স সোসাইটি।
শুক্রবার কক্সবাজার ল্যাবনী সমুদ্র সৈকতে এই কর্মসুচি অনুষ্টিত হয়। এতে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে সংগঠনটির স্বেচ্ছাসেবকরা মিলিত হয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে /জনসাধারণের মাঝে / রক্তগ্রহণ ও রক্তদান সম্পর্কে নানান তথ্য বহুল বিষয়াবলী লিপিবদ্ধ করা লিপলেট বিতরণ সহ নানান কর্মসূচি উদযাপন করে।
এক পর্যায়ে একটি পথসভার মাধ্যমে উপস্থিত স্বেচ্ছাসেবকরা নানান সচেতনতামূলক বক্তব্য রাখেন।
এতে বক্তব্য রাখেন কক্সবাজার সোসাইটির সভাপতি ও জনতা ব্লাড ডোনার্স সোসাইটির উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ গিয়াস উদ্দিন, সংগঠনটির প্রধান সমন্বয়ক মোঃ ইরফান উদ্দিন, এডমিন বোর্ডের সদস্য মোঃ ইউছুফ নাহিদ,সিনিয়র নারী সদস্য নুসরাত মুক্তা
বান্দরবান জেলা সম্বনয়ক শামিক ইফতেকার নয়ন। টেকনাফ উপজেলা সমন্বয়ক লামং চাকমা।
উখিয়া উপজেলা সমন্বয়ক আব্দুল্লাহ আল নোমান,সদর কক্সবাজার শাখার সিনিয়র সদস্য মোরশেদ হাসান নয়ন, মহেশখালির শাখার সদস্য সাগর ও মোঃ রিফাত সহ বিভিন্ন উপজেলার সচেতন স্বেচ্ছাসেবকরা।
ভয়েস/আআ