বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

করোনা উপসর্গ নিয়ে একদিনে চবির শিক্ষকসহ ৫ জনের মৃত্যু

বশির আলমামুন, চট্টগ্রাম ব্যুরো:

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে একদিনেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীসহ পাঁচজন মারা গেছেন। শনিবার (৩০ মে) দুপুর থেকে রাত পর্যন্ত তাদের মত্যু হয়।

মারা যাওয়ারা হলেন, আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক সাবরিনা ইসলাম সুইটি, চবির নাট্যকলা বিভাগের সহকারী গ্রন্থাগারিক মাহবুবুল আলম মাসুম, প্রকৌশল দফতরের তৃতীয় শ্রেণির কর্মচারী হুমায়ুন কবির ভুঁইয়া। এছাড়াও চবির গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোদ্দাচ্ছির হোসাইনের বাবা শনিবার রাত সাড়ে বারোটায় করোনা উপসর্গ নিয়ে মারা যান। একই বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ফরিদা নাসরিনের বাবাও মারা গেছেন।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, চবি শিক্ষক, ২ কর্মচারী ও দুই শিক্ষার্থীর বাবার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। আমরা সংশ্লিষ্টদের পরিবারের খোঁজখবর নিচ্ছি।

এদিকে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া সহযোগী অধ্যাপক সাবরিনা ইসলাম সুইটির বাড়ী চট্টগ্রামের বাঁশখালী উপজেলা। রোববার (৩১ মে) ভোর রাত ৩টার দিকে তিনি চট্টগ্রাম নগরের মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিশ্ববিদ্যালয়ে প্রক্টর এস এম মনিরুল হাসান জানান, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ দেখা দেয়ায় শনিবার (৩০ মে) রাত ১০টার দিকে চট্টগ্রামের মেট্রোপলিটন হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয় সাবরিনা ইসলাম সুইটিকে। ওই সময় তার আইসিইউয়ের প্রয়োজন ছিল। কিন্তু তা খালি ছিল না। একপর্যায়ে রাত ৩টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ভয়েস /জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION