বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের দ্বি—বাষিক নির্বাচন। ইতোমধ্যে জমে উঠেছে নির্বাচনী প্রচার—প্রচারণা। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে পাঞ্জাবি প্রতীক নিয়ে লড়ছেন তরুণ ব্যবসায়ী মুছা কলিম উল্লাহ। ইতোমধ্যে সাধারণ ভোটারদের মন জয় করতে সক্ষম হয়েছেন তিনি। নির্বাচনে তাকে বিজয় করতে মাঠে নেমেছেন সর্বস্তরের ব্যবসায়ীরা।
বুধবার (১৫ ডিসেম্বর) বাদে আসর বড় বাজার জামে মসজিদের সামনে থেকে সাধারণ সম্পাদক প্রার্থী মুছা কলিম তথা পাঞ্জাবী মার্কার সমর্থনে বিশাল মিছিল বের হয়। নির্বাচনী প্রচারণার শেষ দিনে পাঞ্জাবী প্রতীকের স্লোগানে স্লোগানে মুখরিত ছিল পর্যটন শহরের বৃহৎ এই বাণিজ্যিক এলাকা। কয়েক হাজার নেতাকর্মী আর সমর্থক নিয়ে অভূতপূর্ব জনস্রোত নিয়ে ব্যবসায়ীদের উন্নয়ন, অধিকার ও স্বার্থ রক্ষার প্রতিশ্রম্নতিতে এবং মাদার সংগঠন কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনকে এগিয়ে নিতে ভোট চেয়েছেন তিনি।
এ সময় তার হাজারো ব্যবসায়ী—সমর্থক অংশ নেন। গানের তালে—নৃত্যে—স্লোগানে পাঞ্জাবী তথা মুছা কলিম উল্লাহ’র পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এসময় এবিসি রোড, বড় বাজার, মসজিদ রোডসহ বৃহত্তর বার্মিজ মার্কেটের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
মিছিল শেষে ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, মুছা কলিম উল্লাহ অত্যন্ত সুনাম ও সততার সাথে বৃহত্তর বার্মিজ মার্কেট ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতির দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি ব্যবসায়ী ও কর্মচারিদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছেন। ব্যবসায়ী ও কর্মচারিদের সুখ—দুঃখে অকুতোভয় সারথী হিসেবে পাশে থাকেন। ইতোমধ্যে তাঁর দক্ষ এবং বিচক্ষণ নেতৃত্বে বৃহত্তর বার্মিজ মার্কেট ব্যবসায়ী সমিতি এগিয়েছে অনেক পথ। উন্নয়ন ও সংকটে ঐক্যবদ্ধ হয়েছে সকলেই। তাই মুছা কলিম উল্লাহ ঐতিহ্যবাহী কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হলে আসবে আমূল পরিবর্তন। তিনি ব্যবসায়ীদের অধিকার ও স্বার্থ রক্ষায় আরও বৃহৎ পরিসরে নিজেকে বিলিয়ে দেওয়ার সুযোগ পাবেন।
সাধারণ সম্পাদক প্রার্থী মুছা কলিম উল্লাহ বলেন, ব্যবসায়ীদের সুখ—দুঃখে সবসময় পাশে ছিলাম। আগামীতের ব্যবসায়ীদের অধিকার ও স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করে যাবো। অন্যায়ের কাছে কখনো আপোষ করবো না। সবাইকে সাথে নিয়ে কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের উন্নয়ন আরও তরান্বিত ও সমৃদ্ধ করবো ইনশাআল্লাহ।
ভয়েস/আআ