বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারে কোভিড-১৯ মহামারীতে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হোস্ট কমিউনিটির ১০৫৬ পরিবারকে ৪৭ লাখ ৫২ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান এবং বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়।
উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায়
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে কারিতাস বাংলাদেশের জরুরি সাড়াদান কর্মসূচী।
অনুষ্ঠানের সভাপতি কারিতাস বাংলাদেশের জরুরি সাড়াদান কর্মসূচীর প্রকল্প পরিচালক মি. মার্সেল রতন গুদা জানান, “পর্যায়ক্রমে ইলেকট্রনিক মানি ট্রানফারের মাধ্যমে ১০৫৬ জনের কাছেই আর্থিক সহায়তা পৌঁছে যাবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত কারিতাসের জরুরি সাড়াদান কর্মসূচী’র হেড অফ অপারেশন মি. ইন্নানুয়েল চয়ন বিশ্বাস।
বক্তব্য রাখেন, প্রকল্প সমন্বয়কারী আবদুল্লাহ ফুয়াদ; মো সজিব আলী ও মো সামিউল হক চৌধুরী; এবং কমিউনিকেশনস অফিসার
রতন মালো।
ভয়েস/আআ