বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

নিপুন গায়ের জোরে চেয়ার দখল করেছে: জায়েদ খান

বিনোদন ডেস্ক:

নানা নাটকীয়তার পর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির চেয়ার এখন চিত্রনায়িকা নিপুণ আক্তারের দখলে। গতকাল রোববার বিকেলে বিজয়ী প্রার্থীরা শপথ গ্রহণ করে দায়িত্ব গ্রহণ করেছেন। সাধারণ সম্পাদক পদে নিপুণ আক্তারের দায়িত্ব গ্রহণকে গায়ের জোরে চেয়ার দখল বলে মন্তব্য করেছেন জায়েদ খান। নিপুণ আক্তারের দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে জায়েদ খান বলেছেন, সাধারণ সদস্যদের ভোটে আমি এখনো নির্বাচিত সাধারণ সম্পাদক।

বহিরাগত ছেলেদের নিয়ে এসে গায়ের জোরে সাধারণ সম্পাদকের চেয়ারে বসেছেন নিপুণ, পেশিশক্তি দেখিয়ে নিজেকে সাধারণ সম্পাদক ঘোষণা করলেই কি সেটাই কার্যকর হয়ে যাবে? আমি আইনি প্রক্রিয়ায় এগোচ্ছি। এদিকে শপথ অনুষ্ঠানে মিশা সওদাগরের যোগ দেওয়ার বিষয়টি আগে থেকে জানতেন জানিয়ে জায়েদ খান বলেছেন, তার অন্তত আমার সাথে যে অন্যায় হয়েছে সেটা নিয়ে বলা উচিত ছিল।

প্রসঙ্গত, রোববার বিকেলে নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চনকে শপথবাক্য পাঠ করান বিদায়ী সভাপতি মিশা সওদাগর। বাকিদের শপথবাক্য পাঠ করান নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন। পরে মিশা সওদাগর সবাইকে ফুল দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর। তবে মিশা-জায়েদ প্যানেলের নির্বাচিতরা কেউ শপথ নেননি। নির্বাচিত ২১ জনের মধ্যে ১১ জন শপথ নিয়েছেন।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION