বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক:
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে চিত্র নায়িকা নিপুণ ও জায়েদ খানের আইনি লড়াই চলছে। আপিল বিভাগের চেম্বার আদালতে আজ শুনানির দিন নির্ধারিত রয়েছে। চেম্বার আদালতে দুই পক্ষেই দেশের প্রথিতযশা আইনজীবীরা শুনানি করবেন।
নিপুণের পক্ষে আইনি লড়াইয়ে নেতৃত্ব দিবেন দেশের প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। তার সঙ্গে থাকবেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।
অপরদিকে জায়েদ খানের পক্ষে আইনি লড়াই করবেন প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি।
ভয়েস/আআ